নড়াগাতীতে ১৫ আগষ্ট পালনে কেন্দ্রিয় যুবলীগে নেতার ব্যতিক্রম উদ্যোগ

নড়াইল প্রতিনিধিঃ

১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন কেন্দ্রিয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। তিনি নিজ এলাকার নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগ ও থানা যুবলীগের সাথে ১৫ আগষ্ট পালন করছেন।

আরও পড়ুন…সোনালী চাকমা পাশে দাড়ালেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ বিশ্বাস

তাঁর প্রস্তাবনার নানা কর্মসূচির মধ্যে রয়েছে কোরান খানি,দোয়া মাহফিল,কাঙ্গালী ভোজ,এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ,শোক র‌্যালি ও আলোচনা সভা। কেন্দ্রিয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন জানান, দিন ব্যাপি নানা কর্মসূচী রয়েছে।

তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনা মেনে কাউকে কোন ব্যক্তিগত পোষ্টার ব্যানার করতে দেয়া হয়নি। পোস্টার-ব্যানার, বিলবোর্ড ও লিফলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া কারও ছবি ব্যবহার করতে দেয়া হচ্ছে না।

বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহিদদের ছবি দিয়েই শ্রদ্ধা জানানো হয়েছে ফেস্টুন-ব্যানার-পোস্টারে। নড়াগাতী থানা এলাকার ব্যানার-পোস্টারগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন ১৫ আগস্ট কালো রাতে নিহত সব শহিদের ছবি দিয়ে পোস্টারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে দলীয় কোনো নেতার ছবি নেই।

ইবাংলা/জেএন/১৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us