টিভি সিরিজের অস্কার নামে পরিচিত এমির ৭৩তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে । করোনা মহামারিকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই উপস্থিত হয়েছিলেন তারকারা। নিজ দেশে আয়োজিত অনুষ্ঠানে তাই মেলা বসেছিল ব্রিটেনের তারকাদের।
এবারের আসরে সেরা সিরিজের পুরষ্কারটি জিতে নিয়েছে ব্রিটিশ রাজ পরিবারকে নিয়ে নির্মিত দ্যা ক্রাউন সিরিজটি। টিভি সিরিজে সেরা অভিনেতা পুরুষ্কার ও জিতে নেন একই সিরিজে প্রিন্স চার্লসের চরিত্রে অভিনয় করা জশ ও’কনর । এবং সেরা অভিনেত্রীর মুকুট মাথায় ওঠে রানী এলিজাবেথের রূপদানকারী অলিভিয়া কোলম্যানের।
আই মে ডেস্ট্রয় ইউ, ওয়ান্ডা ভিশনের মতো জনপ্রিয় টিভি সিরিজকে পেছনে ফেলে সেরা লিমিটেড ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের দ্যা কুইনস গ্যামবিট। এছাড়া হাড্ডাহাড্ডি লড়াই ছিল ম্যান্ডালোরিয়ান, লাভক্রাফ্ট কান্ট্রি এর সঙ্গে।
সেরা কমেডি সিরিজ টেড ল্যাসো। রেকর্ডেড ভ্যারাইটি স্পেশালে ফ্রেন্ডস রিউইউনিয়নকে পেছনে ফেলে বিজয়ী হ্যামিলটন।
কুইনস গ্যামবিটে দুর্দান্ত অভিনয় করা আনা টেইলর, অ্যাভেঞ্জারস তারকা এলিজাবেথ ওলসেনকে পেছনে ফেলে লিমিটেড সিরিজে সেরা অভিনেত্রী এইচবিওর মেয়ার অব ইস্টটাউনে গোয়েন্দা চরিত্রে অভিনয় করা কেট উইন্সলেট।
এবারই প্রথম এইচবিও, অ্যাপল টিভির মতো স্ট্রিমিং সাইটগুলোকে হারিয়ে সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে নেটফ্লিক্স। সেরা পরিচালকের পুরস্কারে নারীদের অর্জ।ন ছিল চোখে পরার মত।
এমির ৭৩তম আসরে তারকা ও অতিথি সহ যোগ দিয়েছেন প্রায় ৫শর মতো দর্শক।
ইবাংলা/ টিপি/২০ সেপ্টেম্বর