জাতীয় শোক দিবসে গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কুড়িগ্রামের রাজীবপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্যে জান্নাতের পরিবর্তে জাহান্নাম শব্দটি ভুল করে ব্যবহার করে ফেলেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজীবপুরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।
অনুষ্ঠানটি আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী ও সাংবাদিকেরা ফেসবুকে লাইভ ও ভিডিও ধারণ করেছিলেন।

রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তাঁদের নিজ আইডি থেকে ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন।

আরও পড়ুন…‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের বিরুদ্ধে যে কোনো মিথ্যাচার খণ্ডিত হবেই: চীনা মুখপাত্র

বিষয়টি নিয়ে পরে রাজীবপুরে ব্রিফিং করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, বক্তৃতার একপর্যায়ে প্রথমে স্লিপ অব টাং হয়ে ‘জাহান্নাম’ কথাটা এসেছে। তার পরে পরেই সংশোধন করে তিনি তিনবার, চারবার ‘জান্নাত’ শব্দটা উচ্চারণ করেন।

জাকির হোসেন বলেন, ‘আমি যে সরি বলে বাকি অংশটুকু কইছি, এটুকু আর ফেসবুকে শেয়ারকারীরা দেয়নি। আমার ওই বক্তব্যের ভুল অংশটুকু তারা তুলে দিয়ে আমাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করতেছে।’

সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টির ব্যাখ্যা দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখান বলা হয়।

প্রতিমন্ত্রী বক্তৃতার একপর্যায়ে মুখ ফসকে ‘জাহান্নাম’ শব্দ উচ্চারণ করে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি সেটি সংশোধন করে নেন। বিষয়টি নিয়ে কেউ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিমন্ত্রী। বক্তব্যে এ ধরনের অপ্রত্যাশিত ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইবাংলা/জেএন/১৬ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us