মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাহাড়ে মাটি কাটতে গেলে পাহাড় ধসে চার নারীর মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানের পাশের টিলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, চা বাগানের পাশের একটি টিলা থেকে মাটি কাটার সময় পাহাড় ধসে মাটিচাপা পড়ে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মাটি চাঁপায় নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।
আরও পড়ুন…ফিলিস্তিন, মিয়ানমারে নজর দিন, অগ্নিসন্ত্রাসের শিকারদের কথা শুনুন
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সকালে চা বাগানের কয়েকজন নারী শ্রমিক ঘর সংস্কারের জন্য টিলা থেকে মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলা ধসে মাটি চাপা পড়েন পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সেখান থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মারা যাওয়া চার নারীই চা শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি আরও জানান, জায়গাটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চা বাগান মালিক কর্তৃপক্ষকে কাঁটাতারের বেড়া দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর টিলার উপর যেসব পরিবার রয়েছে তাদের সরিয়ে নিয়ে পুনর্বাসন করতে বলা হয়েছে।
ইবাংলা/টিএইচকে/১৯আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.