সুইডেনে শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনে শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) ওই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ওই হামলায় এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Islami Bank

পুলিশ জানিয়েছে, হামলায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। অপরদিকে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দক্ষিণাঞ্চলীয় মালমো শহর থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা সম্ভাব্য ‘সন্ত্রাসী’ নয় বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের ধারণা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

আরও পড়ুন…ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালিয়েছে সন্দেহভাজন ব্যক্তি। তবে পুলিশের পক্ষ থেকে এমন কিছু নিশ্চিত করা হয়নি। পুলিশের এক মুখপাত্র বলেন, আমাদের ধারণা তাৎক্ষণিক বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

one pherma

এর আগে গত জুলাই মাসে একটি শপিংমলে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। কোপেরহেগেনের একটি শপিংমলে ওই হামলা চালানো হয়।

গত মার্চে দেশটির একটি স্কুলে সহিংসতার ঘটনায় দুই নারী নিহত হন। তাদের বয়স ৫০ বছরের বেশি। দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি মাধ্যমিক স্কুলে ওই ঘটনা ঘটে। ওই হামলার পর সন্দেহভাজন হিসেবে ওই স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

ইবাংলা/জেএন/২০ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us