সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাধীন বড়শালার নয়াবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
শনিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনবর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে বাজারের কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত জায়গা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওতায় নেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা নোটিস প্রাপ্তির পর নিজেদের মালামাল সরিয়ে নিয়েছিলেন এবং বকেয়া টাকা তোলার সুযোগ পেতে কিছুটা সময় চেয়েছিলেন ।
স্বাধীনতা যুদ্ধের প্রায় দুই বছর পর থেকে বড়শালা নয়াবাজার চালু হয়। বাজারে শত শত দোকান রয়েছে। বাজারের কাচাবাজারের যে অংশ, সেটি সদর উপজেলা প্রশাসন থেকে প্রতি বছর লিজ দেওয়া হয়। এর বাইরে, বাজারের বাকি অংশের মালিকানা প্রতিরক্ষা বিভাগের।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
সম্প্রতি বাজারের ওই জায়গার নিয়ন্ত্রণভার প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের হাতে ন্যাস্ত করা হয়। এরপর এই জায়গা ওসমানী বিমানবন্দরের আওতায় নিতে বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তারা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন এই জায়গা পেয়েছে। তাই নিজেদের সম্পত্তি রক্ষায় নয়াবাজার এলাকায় পূর্বনোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
উদ্ধারকৃত এই জায়গা সীমানাপ্রাচীর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিমানবন্দর এলাকা সম্প্রসারন ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন যাবত বিমানবন্দর এলাকায় এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর নির্দপশনা দিয়ে আসছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।
ইবাংলা/জেএন/২০ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.