এবার বরগুনার তালতলীতে আওয়ামীলীগ ও বিএনপি একই স্থানে একই সময় সমাবেশ ঢাকায় উপজেলা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম সাদিক তারভীর এ আদেশ জারি করেন।
এক বিজ্ঞপ্তিতে সাদিক তানভীর জানান,তালতলীর ইসলামীয়া ছালেহিয়া আলিম মাদরাসা মাঠে আজ বিকেল ৩ টায় উপজেলা বিএনপির সদ্য নবগঠিত আহবায়ক কমিটি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
একই স্থানে স্থানীয় আওয়ামী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করায় আইন শৃঙ্খলা বিঘ্নসহ যে কোন অপ্রতিকর ঘটনার আশংকায় তিনি এ ১৪৪ ধারা জারি করেন। সোমবার বিকেল ৩ ঘটিকা হতে আগামী ২৪ ঘন্টা এ আদেশ বলবত থাকবেন।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখওয়ার হোসেন তপু বলেন, শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়ন করা আছে। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসনের সকল প্রস্ততি নেয়া হয়েছে।
ইবাংলা/জেএন/২২ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.