শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ।স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টা ৩১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে লোকজন তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়,দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সু, সুমাত্রা দ্বীপে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করছে তারা। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে।। এ উপকূলের একেবারে কাছে বেংকুলু, সাউথ সুমাত্রা ও লমাং প্রদেশ অবস্থিত।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পায়নি। এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিকেএমজি) সেখানের বাসিন্দাদের প্রথম দফার ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য ভূমিকম্প আঘাতের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন…আজ থেকে বদলে যাওয়া সময়ে শুরু হলো অফিস…
তারা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল তীর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে। খবর এএপি’র।
ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.