নারীর বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্ব টুর্নামেন্টের জন্য আট দলের বাছাইপর্ব টুর্নামেন্ট সেপ্টেম্বরের ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ সপ্তাহে আবুধাবীতে শুরু হবে । বাছাইপর্বে আট দল থেকে দুই দল দক্ষিণ আফ্রিকার জন্য টিকিট নিশ্চিত করবে।

আরও পড়ুন…আ.লীগ নেতার প্রাণ গেলো মাদক ব্যবসায়ীর হাতে

বাছাইপর্বের জন্য আট দলকে দুই গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের নারী দল কঠিন একটি গ্রুপে পড়েছে। দক্ষিণ আফ্রিকার নারী বিশ্বকাপের আসরে খেলতে হলে বাছাইপর্বে ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নারী দলের বিপক্ষে লড়তে হবে।

গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ে থাকলে সেখান থেকে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। সেখান থেকে ফাইনালের টিকিট কাটতে পারলে মিলবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ছাড়া খেলবে জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি এবং থাইল্যান্ড।

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ড উদ্বোধনী ম্যাচে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে। উদ্বোধনী দিনের অন্য ম্যাচে পাপুয়া নিউগিনি মুখোমুখি হবে জিম্বাবুয়ে নারীদের বিপক্ষে। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বটি শুরু হবে ১৮ সেপ্টেম্বর। যা শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

ইবাংলা/জেএন/৩১ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us