চতুর্থ বারের মত শোলাকুড়ি ইউনিয়ন পরিষদে দায়িত্ব নিলেন চেয়ারম্যান

হাবিবুর রহমান, মধুপুর

টাঙ্গাইল মধুপুরের শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে চতুর্থ বারের মত দায়িত্ব নিলেন ইয়াকুব আলী। নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পাশের পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চেয়ারম্যান আকতার হোসেন।

Islami Bank

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক সহ ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান ইয়াকুব আলী এর আগে তিন বার শোলাকুড়ি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনে আকতার হোসেন জয় করেছিল। এ বছর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ইয়াকুব আলী জয় লাভ করে।

one pherma

আরও পড়ুন…গন্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি

১ সেপ্টেম্বর আকতার হোসেন নব নির্বাচিত চেয়ারম্যান ইয়াকুব আলী কে দায়িত্ব বুঝে দিলেন। এসময় চেয়ারম্যান ইয়াকুব আলী ইউনিয়ন পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেন।

ইবাংলা/জেএন/০১ সেপ্টেম্বর ২০২২

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us