হাতিয়ায় পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র মিলল বাগানে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৮নং সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও এক কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…সাড়ে ৯ কেজি সোনার বারসহ ২ চোরাকারবারী আটক

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম। এর আগে,গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামে মেঘনা নদীর পাড় সংলগ্ন পুরাতন একটি বাড়ির বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

one pherma

জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম আরো জানান, এ ঘটনায় শুক্রবার সকালে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। যাহার নং- ২১।

ইবাংলা/জেএন/২সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us