বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ২০২২-২৪ এর নির্বাচন শনিবারে (৩ সেপ্টেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরোও পড়ুন……তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশ গ্রহন করতে যাচ্ছে। যেখানে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট থেকে প্যানেল প্রধান ড. মোহাম্মদ ফারুকের অধীনে ১-২৭ নং ব্যালট, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট থেকে মোহাম্মদ আমিন স্বপন এর নেতৃত্বাধীন ২৮-৫৪ নং ব্যালট এবং বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ থেকে সিন্ডিকেট মুক্ত বায়রা গড়ার লক্ষে মোহাম্মদ আবুল বাশার এর অধীনে ৫৫-৮১ নং ব্যালটে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
শেষ মূহুর্তে চলছে তুমুল প্রচারনা। বিজয়ের ব্যাপারে সকলেই আশাবাদী। জয়ের মুকুট কার ভাগ্যে তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার বিকেল পর্যন্ত।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সমর্থিত বায়রা অভিবাসীদের সহযোগিতা এবং কল্যাণের অন্নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেশের দক্ষ ও প্রশিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে শিক্ষিত জনশক্তির জন্য কাজের ক্ষেত্র সম্প্রসারণ করাই এর মূল দায়িত্ব। বর্তমানে আনুমানিক ১৩০০ সদস্য সংস্থার সহযোগিতায় বাইরে তাদের কর্ম পরিচালনা করছে।
ইবাংলা/আরএস/২ সেপ্টেম্বর,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.