তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনে ভাড়া বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারাও দিশেহারা।
আরও পড়ুন…ছাত্রলীগ-যুবলীগের হামলা,আহত অর্ধশত,মোটরসাইকেল অগ্নিসংযোগ,ভাংচুর
রোববার (৪ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শোল্লা আশেক আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ এম এ হান্নান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সদর থানা বিএনপি সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
ইবাংলা/জেএন/০৪সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.