করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত বেড়েছে

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন। মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন। সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Islami Bank

আরও পড়ুন…বজ্রপাতে ২০ শিক্ষার্থী আহত

এর আগে, রোববার একজনের মৃত্যু এবং ২৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন।

one pherma

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ভর্তি হয়েছেন ১১ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৫০৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

ইবাংলা/জেএন/০৫ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us