ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রাজতন্ত্রে রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন। বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক রানিকে শ্রদ্ধা জানাতে ওভাল টেস্টের শুক্রবারের খেলা বাতিল এবং বাকিংহাম প্যালেস এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাণীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

Islami Bank

আরও পড়ুন…ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বিবৃতিতে বলা হয়, রাণী বিকেলে বালমোরাল ক্যাসেলে মারা যান। ৯৬ বছর বয়সী রাণী গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল। বুধবার, তিনি বিশ্রামের কথা বলে তার সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সাথে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেন।

one pherma

আগের দিন তিনি তার স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার সকালে রাণীর স্বাস্থের অবস্থা পর্যালোচনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন।’এ খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেছেন, ‘বাকিংহাম প্যালেসের খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’

ইবাংলা/জেএন/৯ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us