ব্লাউজের বোতাম খুলে দেখালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

‘কাঁচা বাদাম’ গানে ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়।

Islami Bank

এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার দিনে প্রতিভা থাকলেই রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। যেমন ভাইরাল গান কাচা বাদাম এ ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা।

তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি কঙ্গনা রাণাউতের রিয়েলিটি শো লকআপে প্রতিযোগী হওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে সর্বদা সোশ্যাল মিডিয়ার লাইমলাইটেই থাকেন এই রিল অভিনেত্রী।

আরও পড়ুন…২৬ সেপ্টেম্বর থেকে চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

one pherma

বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এই অঞ্জলি আরোরা। প্রায় প্রতিদিন তিনি বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি এবং রিল ভিডিও পোস্ট করে থাকেন। বিশেষ করে বর্তমানে বোল্ড এবং সাহসী লুকে পুরুষ নেটজনতাদের ঘায়েল

করছেন এই রিল অভিনেত্রী। তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে যে ভিডিও দাবানলের মতো ভাইরাল হচ্ছে তা হল অঞ্জলি আরোরার একটি অনুষ্ঠানে যোগদানের ভিডিও। কি এমন আছে ওই ভিডিওতে? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আরও পড়ুন…হাতিয়াতে ৩২০০ লিটার ডিজেল জব্দ

পায়েল ও সংগ্রামের রিসেপশন পার্টিতে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন অঞ্জলি অরোরা। তিনি একটি কালো ও অফ হোয়াইট রং এর লেহেঙ্গা পরেছিলেন। সেই সাথে ঠোঁটে লাল লিপস্টিক এবং চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপ্পারাজিদের সামনে একাধিক পোজ দিয়ে ফটোশুট করান তিনি।

ওই লেহেঙ্গাতে অভিনেত্রীকে যে ব্যাপক সুন্দরী লাগছিল তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ডিপকাট লেহেঙ্গায় অভিনেত্রীর লাস্যময়ী রূপ ক্যামেরাবন্দি হয়। আর এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে সুপার ভাইরাল হয়ে গেছে।

ইবাংলা/তরা/ ১২ সেপ্টেম্বর ২০২২

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us