শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৃ- তাত্বিক জনগোষ্ঠীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রসেণজিৎ কোচ বর্মনের উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার মিলন মোহনা গারো বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ।

Islami Bank

আরও পড়ুন…এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত,শিক্ষার্থী ৪৩হাজার

গারো স্টুডেন্ট ফেডারেশন, কোচ আদিবাসী ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠন ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোচ আদিবাসী সংগঠন মধুপুর শাখার সভাপতি গৌরাঙ্গ বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেক,ঘাটাইল শাখার সভাপতি স্বপন বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি অমল বর্মন, মহিষ মারা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেলহাসান ও হামলায় আহত কোচ কিশোরের মা সমেলা রানী প্রমুখ।

one pherma

আরও পড়ুন…সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার কোচ, গারো সংগঠনের নারী পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গারোবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ইবাংলা/জেএন/১৫ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us