বিএনপির কর্মসূচিতে হামলা করার কোনো প্রশ্নই আসে না

ইবাংলা প্রতিবেদন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যা অভিযোগ। শুধু বিএনপি কেন অন্য যেকোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে না, এটা তারা করতে পারে না।

Islami Bank

আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে রাজা তৃতীয় চার্লসের ফোন

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে প্রতিরোধ গড়ে তুলে না। কারণ, আমরা গণতন্ত্র ধারণ করি, গণতন্ত্র বিশ্বাস করি এবং সেটা চর্চা করি। সুতরাং বিএনপির কর্মসূচিতে হামলা করার কোনো প্রশ্নই আসে না।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ হামলার করছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় আব্দুর রহমান এসব কথা বলেছেন। পাঠকদের জন্য আব্দুর রহমান এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব শান্ত সিংহ।

আব্দুর রহমান বলেন, বিএনপির কর্মসূচিগুলোতে হামলার ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীরাই দায়ী। কারণ, পুলিশের ওপর তাদের মারমুখী আচরণের কারণে এ সমস্ত ঘটনাগুলো ঘটছে। সমাবেশ চলাকালীন বিএনপির নেতাকর্মীরা বেপোরোয়াভাবে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছে। মূলত এসব কারণেই এ ধরনের ঘটনাগুলো ঘটছে বলে আমরা লক্ষ্য করছি।

one pherma

কিন্তু বিএনপি রাজনৈতিক ফায়দা লুটার জন্য অকারণেই আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ করার প্রবণতা থেকে বিএনপির সরে আসা উচিত বলে আমি মনে করি। বরং আমি তাদের আহ্বান করবো তারা তাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করুক। গণতান্ত্রিক আন্দোলনের যে সংস্কৃতি থাকার কথা সে অনুযায়ী বিএনপি কর্মসূচির পালন করলে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তা ঘটতো না।

আরও পড়ুন…নোয়াখালীতে রেকর্ড টেম্পারিং করে প্রবাসীর বাড়ি

কিন্তু বিএনপি চায় দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো হস্তক্ষেপ করুক। সেজন্য তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে নালিশ করছে। দূতাবাসগুলোতে গিয়ে নালিশ করে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে, যা বিএনপির দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। ইদানীং অকারণে অযথা নালিশী চরিত্র বিএনপির মধ্যে লক্ষণ করা যাচ্ছে। এটা বিএনপির জন্য যেমন কাম্য নয়, তেমনি রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্যও কাম্য নয়।

ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us