বাংলাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯৯ জন

ইবাংলা প্রতিবেদন

গত ২৪ বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৮ সেপ্টেম্বর)সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

Islami Bank

ঢাকায় হাসপাতালে নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৮০জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১৯ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুন…নিম্নমানের চুলা, ফলাফল জবি ছাত্রীহলে আগুন

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ১ হাজার ৮৯ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি ৩৯৪ জন।

one pherma

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১১ হাজার ১৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৮ হাজার ৮১৫ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ৩৬২ জন।

অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৯৪৪ জন।

ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us