অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

ইবাংলা প্রতিবেদন

রাজধানীতে শামসুল আলম (৪০) নামে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।শামসুল আলম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল হিসেবে কর্মরত।বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সায়েদাবাদ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

Islami Bank

আরও পড়ুন…নড়াইলে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক ব্যবসায়ীর সাজা

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শামসুল আলম একটি জরুরি কাজের জন্য খিলগাঁও গিয়েছিলেন। পরে সেখান থেকে বলাকা পরিবহনের একটি গাড়িতে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে রাখে।

one pherma

দুপুরে তিনি অর্ধচেতনভাবে বাস টার্মিনাল দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। তখন বলাকা বাসের স্টাফরা তাকে ওখানে বসিয়ে রেখে ফাঁড়িতে খবর দেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি দেয়া হয়েছে।

ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us