পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবিতে শিশুসহ নিহত ২৪

ইবাংলা প্রতিবেদন

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।

Islami Bank

আরও পড়ুন…দেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

one pherma

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন লোক উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু জানান, এ ঘটনায় হাসপাতালে সাতজনের মরদেহ রয়েছে।
এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের মরদেহ রয়েছে। বাকিদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উদ্ধার কাজ এখনও চলছে।

ইবাংলা/জেএন/২৫সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us