নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দু’জনের প্রার্থীতা প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দু’জন সাধারণ সদস্য প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ১নং ওয়ার্ডের (কালিয়া) সাধারণ সদস্য প্রার্থী রায়হান ফারুকি ও মাসুদ রানা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। পরে যাচাই-বাছাইয়ে ২নং ওয়ার্ডের (নড়াইল সদর) সাধারণ সদস্য প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম ও বরকত হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়।

আরও পড়ুন…বান্দরবানে শিশু ধর্ষন মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

আপিলে তাদের মধ্যে বরকত হোসেন প্রার্থীতা ফিরে পান। এদিকে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের নানান গুঞ্জন শোনা গেলেও কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে তিনজনই লড়ছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

স্বতন্ত্র লড়ছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু এবং সুলতান মাহমুদ। উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ অক্টোবর ইভিএম’র মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইবাংলা/জেএন/২৫সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us