মা হারালেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু

বিনোদন ডেস্ক

ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী আর নেই। বুধবার (২৮ সেপ্টেম্বর) হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Islami Bank

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ইন্দিরা দেবী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মৃত্যুর কিছু সময় আগে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

আরও পড়ুন…পঞ্চগড়ে আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৬৯

one pherma

ইন্দিরা দেবীর মৃত্যুর সংবাদ জানিয়ে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রী ঘাট্টামানেনি ইন্দিরা দেবী, সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও মহেশ বাবুর মা আজ সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার দেহ পদ্মলয়া স্টুডিওতে সর্বসাধারণের জন্য রাখা হবে এবং এরপর তার শেষকৃত্য সম্পন্ন হবে মহাপ্রস্থানে।’

চলতি বছরই বড় ভাই রমেশ বাবুকে হারান মহেশ বাবু। লিভার জনিত জটিলতায় জানুয়ারি মাসে ৫৬ বছর বয়সে মারা যান তিনি। এবার মাকে হারিয়ে আরও বেশি শোকাহত তেলেগু সিনেমার এই সুপারস্টার।

ইবাংলা/জেএন/২৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us