নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো.শফিউল্যাহ (৬৫) উপজেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় বৃদ্ধ শফি উল্যাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

one pherma

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিড়ি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/বায়েজীদ/৩০ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us