সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল রাজনীতির জন্য অশনি সংকেত’

ইবাংলা প্রতিবেদন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন। সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অশনি সংকেত। শনিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেলে আহত জাতীয় পার্টি নেতাকে দেখতে এসে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না।

Islami Bank

তিনি আরও বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই। যদিও থেকে থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয়। এ সময় জাপার নেতা শফিকুলের এ অবস্থার জন্য সরকারি দল জড়িত বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

one pherma

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us