চীনের প্রেসিডেন্ট সি চিন পিং৩০ সেপ্টেম্বর সকালে বেইজিং গণমহাভবনে সি-৯১৯ বিমান প্রকল্পদলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন এবং প্রকল্পের সাফল্য প্রদর্শনী দেখেছেন। তিনি সি-৯১৯ বিমানের গবেষণা কাজের অগ্রগতির প্রশংসা করেন।তিনি জোর দিয়ে বলেছেন, চীনের বড় বিমানের নীল আকাশে উড্ডয়ন দেশের চেতনা, জাতির স্বপ্ন এবং জনগণের প্রত্যাশার বাহক।
আরও পড়ুন…পানছড়ির দুর্গম এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম বিতরণ
নিখিল চীনে সামাজিক ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে নিরাপত্তা ও গুণাগুণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অবিচল থাকতে হবে। নির্ণায়ক প্রযুক্তি সাধনে আরও অগ্রগতি অর্জন করতে হবে। যাতে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ ও চীনাজাতির পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা যায়।
সি চিন পিং বলেন, চীনের পুনরুত্থানের যাত্রায় সুদূরপ্রসারী দৃষ্টিতে বাস্তব অবস্থা অনুযায়ী লক্ষ্য-স্থাপন করে সঠিক প্রযুক্তিগত পথে এগিয়ে চলা প্রয়োজন।একটি কাজের পর আরেকটি কাজ ভালোভাবে পরিচালিত হতে হবে।বিশ্ব প্রযুক্তির শীর্ষে উঠতে সকলের পরিশ্রম ও সাহযোগীতা দরকার। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও উপপ্রধানমন্ত্রী হানজেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সূত্র : সিএমজি।
ইবাংলা/জেএন/০২ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.