বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহজাহান আলী ও উপদেষ্টা এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিনহাজ উল হকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন…চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৯ জন
এতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের আরমান হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের শাহ্ মুহাম্মদ নাঈম, যুগ্ম সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের নুরুন নেছা জামান এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের মহসিন আলী।
নব-নিযুক্ত সভাপতি শফিকুল ইসলাম বলেন, মূলত জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্যই ক্লাব প্রতিষ্ঠিত করা। বিজ্ঞান ক্লাবটি প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অলিম্পিয়াড, কনটেস্ট, কুইজ আয়োজন করে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনীর ব্যবস্থা করবে।
ক্লাবটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এই ধরনের ক্লাবের বিকল্প নেই।
আরও পড়ুন…আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়
উল্লেখ্য যে, বিজ্ঞানের গতিময়তায় নীজেদের সমুন্নত রাখতে এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনে নীজেদের ও মানুষের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে বিজ্ঞান ক্লাব এ যাত্রা শুরু করে। এছাড়াও বৈজ্ঞানিক ম্যাগাজিন ও জার্নাল প্রকাশ, বিজ্ঞানভিত্তিক সভা সেমিনার আয়োজন, সামাজিক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক বাখ্যা ও সমাধান, বিজ্ঞান চর্চার যথাযথ সুবিধা ও ক্ষেত্র তৈরী হলো বিজ্ঞান ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
ইবাংলা/জেএন/০৩ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.