“নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন, সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ শ্লোগান নিয়ে মধুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসের র্যালী ও আলোচনা সভা হয়েছে।
আরও পড়ুন…মধুপুরে ৩ দিন ব্যাপী লেবু জাতীয় ফসলের প্রশিক্ষণ সমাপ্ত
আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলার যুব কর্মকর্তা রথিন্দ্রনাথ চক্রবর্তী ও জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে সকালে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র প্রদক্ষিণ করে।
ইবাংলা/জেএন/০৬ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.