নড়াইলের কালিয়া উপজেলার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরূদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপরের দিকে মহাজন বাজারে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বক্তব্য দেন মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরোজ আলী খান,হানিফ ফকির ও সালমা বেগম।
আরও পড়ুন…পোস্টার ব্যানারে ছেয়ে গেছে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউপি পরিষদের চত্তর
বিদ্যালয়ের সাবেক সভাপতি এফএম মুরাদ হোসেন জাহিদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বৈদ্যনাথ সরকার, মাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত স্বর্নকার শান্ত, আ’লীগ নেতা মিন্টু ঘোষ প্রমুখ। বক্তারা বলেন মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ সাহা একজন দুর্নীতি পরায়ন ব্যক্তি।
তিনি প্রায় ৫০ লাখ টাকা ঘুষ নিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নৈশ প্রহরী ও প্রধান শিক্ষক নিয়ো দিয়েছেন। তাছাড়া বিদ্যালয়ের কাজে লাগার কথা বলে সড়কের পাশের ৩টি মূল্যবান গাছ কেটে নিয়েছেন। বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ সাহা বিরূদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ইবাংলা/জেএন/১২ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.