বিএনপির মানুষ প্রতিযোগিতায় লিপ্ত নয় : রিজভী

ইবাংলা প্রতিবেদন

বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির এই গণসমাবেশ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য।

যা আপনারা (আওয়ামী লীগ) কেড়ে নিয়েছেন। আপনাদের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে সারা দেশের মানুষ এখন রাজপথে নেমে এসেছে। সোমবার (১৭ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন…বগুড়ায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত 

হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সমাবেশ পণ্ড করতে আপনারা (আওয়ামী লীগ) রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে পথে বাধা দিচ্ছেন। হামলা-মামলা করে গ্রেফতার করছেন। তারপরও বিএনপির গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। দিন রাত হেঁটে কিংবা ভ্যানে-ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।

রিজভী বলেন, আপনারা (আওয়ামী লীগ) যদি ব্যাপক লোক সমাগম করতে পারেন তাহলে নিশি রাতে ভোট ডাকাতি কিংবা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট করতে হয় কেন? ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের,গ্রেফতার, গুম ও ক্রসফায়ারের আশ্রয় নেন কেন?

আরও পড়ুন…সেবা প্রত্যাশী নারীকে অশ্লীল গালাগাল: ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড

বিএনপির এই নেতার দাবি, পৃথিবীতে হাছান মাহমুদ একমাত্র তথ্যমন্ত্রী যিনি সঠিক তথ্যকে টিনের বাক্সে তালা দিয়ে অসত্য তথ্য সম্প্রচার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us