গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৭ জন । স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আরও পড়ুন…ঢাবির ৫৩তম সমাবর্তনে আবেদন শেষ ২৬ অক্টোবর
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৬ হাজার ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৮ হাজার ৯৭০ জন, ঢাকার বাইরে ৭ হাজার ৬৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২২ হাজার ৯৩৮ জন। এরমধ্যে ঢাকায় মোট ১৬ হাজার ৯০২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬ হাজার ৩৬ জন।
ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.