উন্নয়নের নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের গণতন্ত্র’ নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের। তিনি বলেন, কেউ কেউ উন্নয়নের নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই।

Islami Bank

আরও পড়ুন…দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৪

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।
জিএম কাদের বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

one pherma

জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।

ইবাংলা/জেএন/১৯ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us