রাজধানীর নয়াপল্টনে রাস্তা বন্ধ করে চলছে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, তাদের নামে মামলা, নির্যাতন, গ্রেফতার ও জামিন বাতিলের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশের জন্য বন্ধ রয়েছে সড়কের একাংশ।

Islami Bank

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটায় পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

আরও পড়ুন…দেশে ২৪ ঘণ্টায় ২৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটির নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।

one pherma

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। আর সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

ইবাংলা/জেএন/২০ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us