সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শার্লিন চোপড়ার

বিনোদন ডেস্ক

ফের সাজিদ খানের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া ‘বিগ বস’র নতুন সিজন শুরু হয়েছে গত ১ অক্টোবর। জনপ্রিয় এই শোতে এবারও উপস্থাপনা করছেন সালমান খান। বিগ বসে এবার প্রতিযোগী হয়ে এসেছেন পরিচালক সাজিদ খান, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এ নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

Islami Bank

সমালোচকরা বলছেন, যৌন হয়রানির অসংখ্য অভিযোগ মাথায় নিয়ে ‘নির্বাসনে’ যাওয়া সাজিদকে বিগ বসের প্রতিযোগী করা মোটেও উচিত হয়নি। সেই আলোচনা-সমালোচনায় এবার ঘি ঢাললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তবে শুধুই অভিযোগ এনেই ক্ষান্ত হননি অভিনেত্রী, পুলিশের কাছে দায়ের করেছেন এফআইআর

আরও পড়ুন…বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

অভিযোগে শার্লিন উল্লেখ করেছেন, ২০০৫ সালে সাজিদ খান তাকে যৌন হয়রানি করেন। সাজিদের বিশেষ অঙ্গে হাত দিতে শার্লিনকে তিনি বাধ্য করেছিলেন। তবে ভয়ে এ ঘটনা তখন প্রকাশ্যে আনতে পারেননি এ অভিনেত্রী।

one pherma

এর আগেও সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাজিদ আমাকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করিয়েছিলেন। বলেছিলেন রেটিং দিতে!’ শার্লিন চোপড়ার দাবি, সাজিদের মতো একজন নোংরা মানুষ কীভাবে বিগ বসে প্রতিযোগী হতে পারেন? তাকে মানুষ কীভাবে সমর্থন করবেন?

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘মি টু’ আন্দোলনের সময় র‌্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। যার রেশ গড়ায় বহুদূর।

আরও পড়ুন…যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের তোড়জোড় শুরু

তাদের অভিযোগের ভিত্তিতে ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি গঠন করে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। অভিযোগ তদন্ত করে সত্যতাও পায় কমিটি। পরে তাকে এক বছরের জন্য চলচ্চিত্র নির্মাণের সব ধরনের কার্যক্রম থেকে নির্বাসিত করা হয়। ‘হাউজফুল ৪’ সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়া হয়।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us