একদিনে সর্বোচ্চ ৯২২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

ডেস্ক রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ সময় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Islami Bank

আরও পড়ুন…১ পয়সাও পাবেন না জেএমআই সিরিঞ্জের বিনিয়োগকারীরা

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার ৫২০ জন এবং ঢাকার বাইরের ৪০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ হাজার ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। মারা গেছেন ১১২ জন।

one pherma

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us