এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সপ্তম পরিষদের বার্ষিক সম্মেলন ২৬ অক্টোবর ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সংযুক্ত বিশ্বমুখী টেকসই অবকাঠামো’। তাতে অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি, আন্তঃদেশীয় যোগাযোগ, ও সংযুক্ত হওয়ার বিষয়ে অবকাঠামো গঠনের নির্ণায়ক ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
সম্মেলনে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের গর্ভনর ও চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান চিন লি ছুন বলেছেন, গত সাত বছরে এ ব্যাংক ৮৫০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ ও সংযুক্তি জোরদার এবং সদস্য দেশসমূহের সবুজায়নে সাহায্য করবে ব্যাংকটি।
আরও পড়ুন…চীনা সহযোগিতায় ধনী হওয়ার পথে ভিয়েতনামের ফল চাষিরা
এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চীনের উদ্যোগে ২১ শতাব্দীতে প্রতিষ্ঠিত বহুপক্ষীয় সংস্থা। এ সংস্থা ২০১৬ সালের জানুয়ারিতে চালু হয়। চিন লি চুন সম্মেলনে বলেছেন, ব্যাংকটি চালু হওয়ার সাত বছরে বিশ্বায়ন ও নীতিগত এবং উচ্চ মানের ভিত্তিতে কাজ করে আসছে। বহুপক্ষবাদ অনুশীলন এবং উন্নয়ন ও সংস্থার গঠনসহ নানা ক্ষেত্রে স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন,“গত সাত বছরে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চ্যালেঞ্জের মুখে যথাসাধ্য পরিশ্রম চালিয়ে সামনে এগিয়ে গেছে এবং স্থিতিশীল উন্নয়ন সাধন করেছে। বর্তমানে সংস্থাটি আরও বলিষ্ঠ হয়ে উঠেছে। আমরা অব্যাহতভাবে বিশ্বমুখী উন্নয়ন করব এবং ব্যাংকিং, সমাজ, পরিবেশ ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রের টেকসই বিশ্ব গড়ে তুলতে চাই।”
ক্রমশ বৃদ্ধি পাওয়া আকার এবং বহু পক্ষীয় চাহিদা ব্যাংকটির বিশ্বজুড়ে কাঠামোর চালিকাশক্তি। চিন লি ছুন জানিয়েছেন, এ ব্যাংক চলতি বছর থেকে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথম বিদেশি অফিস খুলবে। এ অফিস চালু হলে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ নানা অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।
এ ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্যের সংখ্যা ছিল ৫৭টি। বর্তমানে এ সংখ্যা বেড়ে ছ’টি মহাদেশের ১০৫টিতে ছাড়িয়েছে। মোট ১৯১টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বেসরকারি সংস্থাসহ বিভিন্ন ধরণের ৮৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে।
বর্তমানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হওয়ার প্রেক্ষাপটে চিন লি ছুন বলেন, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ ও সংযুক্তি জোরদার করা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি।
এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বরাবরই বিশ্বাস করে যে, বহুপক্ষবাদ বৈশ্বিক সমস্যা সমাধানে নির্ণায়কের ভূমিকা পালন করে, যা সদস্য দেশসমূহের সবুজ উন্নয়ন এবং ব্যাপক অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।
তিনি বলন, “আমাদের কয়েকশ কোটি ডলার বিনিয়োগের চূড়ান্ত লক্ষ্য হলো দশাধিক লাখ মানুষের জীবনের মান উন্নয়ন করা। বিশ্বের ব্যবধান বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আমরা আন্তর্জাতিক সমাজের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে বিশ্ব ব্যবস্থায় নিজের অবদান রাখা যায়।
চীন আন্তর্জাতিক সমাজ এবং ব্যাংকটির অন্য সদস্যদের সঙ্গে বহুপক্ষবাদ সমর্থনের বার্তা প্রদান করেছে। আমরা বিশ্বাস করি, এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক চীন ও অন্যান্য শেয়ারহোল্ডারের সঙ্গে সহযোগিতা চালিয়ে সংশ্লিষ্ট সদস্য দেশকে দৃঢ় সমর্থন দিয়ে যাবে।”
আরও পড়ুন…শিকদার গ্রুপের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
জলবায়ু পরিবর্তন বিষয়েও নজর রাখে ব্যাংকটি। জানা গেছে, ২০২১ সালে এ খাতে ২৯০ কোটি ডলার অর্থ সংগ্রহ করেছে ব্যাংক। সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে চিন লি ছুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের প্রচেষ্টার প্রশংসা করেন। চীনের প্রচেষ্টা বিশ্বের কার্বন নিরপেক্ষতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।সূত্র:সিএমজি।
ইবাংলা/জেএন/২৭ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.