নোয়াখালী-লক্ষীপুর জেলা সীমান্তে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-লক্ষীপুর জেলা সীমান্তের রামগতি উপজেলার চরগাজী ৮নম্বর ওয়ার্ডে রাজামিয়ার বাড়ীতে জায়গাজমি নিয়ে বিরোধে গাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এক নারী সহ ৪ জনকে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৮ অক্টোবর) সকালের দিকে উপজেলার চরগাজী এলাকায় এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ন…শেয়ার লেনদেনে অনৈতিক আচরণে লিপ্ত মার্কিন রাজনৈতিক ব্যক্তিবর্গ

আাহত গৃহবধূ জান্নাত বেগম অভিযোগ করে বলেন,শুক্রবার সকাল ৭টায় তিনি নিজ বাড়ীর আঙ্গিনায় গাছের ডাল কুড়াতে গেলে সন্ত্রাসী আব্দুলের নেতৃত্বে ৭-৮ জন ধারালো কিরিচ ও রামদা দিয়ে কুপিয়ে তাকে সহ তার স্বামী মনির, ভাই রিয়াজ ও ছেলে দিপুকে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাদের সাহায্যে এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত আব্দুলের ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা যায়নি।

one pherma

আরও পড়ন…নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/জেএন/২৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us