ইতালীতে নিহত অপু খানের পরিবারকে আর্থিক সহায়তা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ধুরাইলের সন্তান ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত অপু খানের পরিবারকে সাড়ে ৭ লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ‘ধুরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি’। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অপু খানের বাবা ও স্ত্রীর হাতে এই অর্থ তুলে দেয়া হয়।

Islami Bank

ইতালী প্রবাসী মস্তফা খালাসীর সভাপতিত্বে ও সরোয়ার হোসেন মোল্লার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ধুরাইল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুব হাওলাদার ও বিশিষ্ট সমাজসেবক মোহসীন খান, ওবায়দুর রহমান মাতুব্বর, ইতালী প্রবাসী খোকন হাওলাদার, ইমরান খালাসী, নজরুল মাতুব্বর, জহির মাতুব্বর, আইয়ুব আলী শিকদার।

one pherma

এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন খান, বাবুল খালাসী, নান্নু মাতুব্বর, সাইদুর রহমান বেপারী, রোমান মাতুব্বর ও সাইদুর রহমান হাওলাদার। সংক্ষিপ্ত আলোচনায়, বক্তারা প্রত্যেকে তাদের পৃথক পৃথক বক্তব্যে এই মহতী উদ্যোগের জন্য প্রত্যেক অর্থ দাতাদের প্রশংসা করেন।

ধুরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আরিফুল ইসলাম মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবু খালাসী, সাবেক সভাপতি কাওছার বেপারী, ইরান বেপারী, বজলু সরদার, ফারুক সরদার, মনির খান, হায়দার চৌকিদার, মিজান গৌড়া, শফিকুল ইসলাম আবু তালেব, রাজা মিয়া সরদার, আউয়াল সরদার, মাহমুদ ফরাজী, বদর খালাসী, মিনাল বেপারী, নজরুল হাওলাদার, অহিদ খালাসী, সুমন খালাসী, দুলাল মুন্সী, আব্বাস আলী বেপারী, ইকবাল হাওলাদার, নুরুল আমিন মাস্টার, রাসেল বয়াতি, রফিক বয়াতি, মকিম বয়াতি, ইমরান মাতুব্বর, সবুজ চকিদার, বাদশা সরদার, ইয়াসিন বেপারি, মামুন ফরাজি, মাসুম ফরাজি, সামিম রাঢ়ী, বাপ্পি খালাসি, সোহেল হাওলাদার, পলাশ সরদার, সোহেল খালাসী, শফিকুল গাছীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এই কাজের সার্বিক সমন্বয় করেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us