উপহারের দুটি কুকুর নিয়ে বিপাকে দ. কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

বছর চারেক আগে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মু জা-ইনকে দুটি কুকুর উপহার দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এতদিন পরে সেই কুকুর নিয়ে রীতিমতো টানাপোড়েন তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে। ২০১৮ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে শান্তি সম্মেলন শেষে তৎকালীন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে দুটি সাদা ‘পুংসান’ কুকুর উপহার দেন কিম জং উন।

কুকুরের এই জাতটি উত্তর কোরিয়ার আদিবাসী বলে পরিচিত। গত মে মাসে ক্ষমতা ছেড়েছেন মুন জা-ইন। সরকারি বাসভবন ছাড়ার সময় কিমের উপহার দেওয়া দুটি কুকুর ও এদের একটি বাচ্চা সঙ্গে নিয়ে যান তিনি।

আরও পড়ুন…খেলা হবে জনগণকে সাথে নিয়ে শ্লোগানের ব্যাখ্যায় যা বললেন!

কুকুরগুলোর আরও ছয়টি বাচ্চা রয়েছে। এদের সবকটিকেই দক্ষিণ কোরিয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু গত মার্চ মাসে দেশটির আইনে একটি সংশোধনী আনা হয়েছে। এতে প্রেসিডেন্সিয়াল উপহার যদি প্রাণী কিংবা গাছ হয়, তবে সেগুলো প্রেসিডেন্সিয়াল আর্কাইভসের বাইরে দেখভাল করার অনুমতি দেওয়া হয়েছে। এই আইনের জেরেই কিমের দেওয়া কুকুরগুলো ব্যক্তিগত বাসভবনে নিয়ে যেতে পেরেছিলেন মুন জা-ইন।

কিন্তু গত সোমবার (৭ নভেম্বর) মুনের অফিস জানিয়েছে, তারা আর কুকুরগুলোর দেখভাল করতে পারছে না। কারণ বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের সরকার এগুলোর খাবার ও সেবাযত্নের খরচ দিতে অস্বীকার করছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, কুকুরগুলোকে গত মঙ্গলবার সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে। সেগুলোকে ডেগু শহরের একটি পশুচিকিৎসা হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে। ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে মুনের অফিস অভিযোগ করেছে, বর্তমান প্রশাসন ‘ব্যাখ্যাতীতভাবে’ কুকুরগুলোর যত্নের জন্য সরকারি তহবিল সরবরাহে মন্ত্রণালয়ের প্রস্তাবে বাধা দিচ্ছে।

দক্ষিণ কোরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা কুকুরগুলোর জন্য মাসে ২৫ লাখ ওন (১ লাখ ৮৫ হাজার টাকা প্রায়) বরাদ্দের একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছিল। এতে পাঁচ লাখ ওন (প্রায় ৩৭ হাজার টাকা) দেওয়া হতো কুকুরের খাবার ও চিকিৎসার জন্য এবং ২০ লাখ ওন (১ লাখ ৪৭ হাজার টাকা প্রায়) দেওয়া হতো তাদের দেখভালে কর্মী নিয়োগের জন্য।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মধ্যে ‘বিরোধী মতামতের’ কারণে পরিকল্পনাটি কয়েক মাস ধরে আটকে রয়েছে। মুনের অফিস বলেছে, পুংসান কুকুরগুলোর যত্ন নেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয়ের একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে মনে হচ্ছে।

কিন্তু প্রেসিডেন্ট ইয়ুনের কার্যালয় এ অভিযোগ অস্বীকার করে উল্টো সব দোষ মুনের ঘাড়ে চাপিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় বলছে, তারা কখনোই কুকুরগুলোকে রাখার বিষয়ে সাবেক প্রেসিডেন্টকে বাধা দেয়নি এবং এগুলোর যত্নআত্তির জন্য আর্থিক সহায়তার বিষয়ে এখনো আলোচনা চলছে।

আরও পড়ুন…এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার‌ লেনে চলবে গাড়ি কম‌বে ভোগান্তি

ইউনের অফিস বলেছে, বরাদ্দ নিশ্চিতে আইনী সংশোধনীর অপেক্ষা না করে পুংসান কুকুরগুলো প্রেসিডেন্সিয়াল আর্কাইভসে ফিরিয়ে দেওয়া পুরোপুরি মুন জা-ইনের সিদ্ধান্ত ছিল। কয়েকটি কুকুর নিয়ে সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টের মধ্যে এমন টানাপোড়েন অনলাইনে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। জ্যান্ত প্রাণীগুলোকে কেবল সম্পত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

ইবাংলা/জেএন/৯ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us