৯ই নভেম্বর ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন-২০২২’ চীনের চেচিয়াং প্রদেশের উচেন শহরে উদ্বোধন হয়। তাতে ইন্টারনেট প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠে এবং ডিজিটাল ক্ষমতায়ন ও যৌথভাবে ভবিষ্যৎ সৃষ্টির ওপর ফোকাস করা হয়। এই বছরের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের থিম হলো ‘যৌথভাবে একটি সাইবার বিশ্ব গড়ে তোলা এবং একটি ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করা— হাতে হাত রেখে সাইবার-স্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা’।
আরও পড়ুন…চীনের আন্তর্জাতিক মেলায় অনেক নতুন পণ্য প্রথম প্রকাশ্যে এসেছে
এর একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ২০টি শাখা ফোরাম অনুষ্ঠিত হবে। তাতে সহযোগিতা ও উন্নয়ন, প্রযুক্তি ও শিল্প, সংস্কৃতি ও সমাজ এবং শাসন ও নিরাপত্তাসহ চার অংশের ওপর গুরুত্বারোপ করা হবে।
গ্লোবাল সাইবার-স্পেসের কেন্দ্রীয় বিষয় ও আলোচিত বিষয়গুলোকে কেন্দ্র করে থিমগুলো সেট করা হয়, যা ইন্টারনেটের বিকাশের সম্ভাবনার উপর সমস্ত শিল্পের দূরদর্শী চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছে, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের প্রবণতাকে নেতৃত্ব দিয়ে ইন্টারনেট উন্নয়ন এবং শাসন-সংক্রান্ত চীনের পরিকল্পনা, প্রজ্ঞা এবং দায়িত্বও প্রদর্শন করেছে।
ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর এবারের উচেন সামিট হলো প্রথম বার্ষিক সভা। ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দু’হাজারেরও বেশি প্রতিনিধি অনলাইন বা অফলাইনে সভায় অংশ নিয়েছেন।
সভা চলাকালে বিশ্ব ইন্টারনেটের নেতৃস্থানীয় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ফলাফল প্রকাশিত হবে। বিশ্ব ইন্টারনেট সম্মেলনের ঘোষণা প্রকাশিত হবে এবং গ্লোবাল ইন্টারনেট প্রতিযোগিতার ফাইনালসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: লিলি,সিএমজি।
ইবাংলা/জেএন/১০নভেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.