টেকেরহাট ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মাদারীপুর

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। ৯ নভেম্বর বিকেল ৪-৩০ ঘটিকায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মোঃ শাজাহান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Islami Bank

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাঈন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন), ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক, স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল ৪-৩০টার কিছু সময় পরে টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনে এসে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। এরপর মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক স্যালুটিং ডায়াসে আরোহণ করলে একদল চৌকস অগ্নিসেনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

one pherma

অভিবাদন গ্রহণের পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানকে বর্ণিল করেন মাননীয় প্রধান অতিথি।এ সময় জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় প্রধান অতিথি বলেন, “কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজৈর ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন, আজ আপনাদের টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করা হলো।

এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।” উন্নতি ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়ার অনুরোধ জানান।

ইবাংলা/জেএন/১১নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us