দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেবো না: ইবি প্রো-ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেছেন, আমি দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেবো না। এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সময় লাগবে না।

Islami Bank

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের উল্লেখ করে তিনি আরো বলেন, আসুন আমরা দেশকে ভালবাসি, বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের মধ্যে দুর্নীতি হতে দেব না, এই প্রত্যয় ধারণ করে সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

আরও পড়ুন…ইবিতে আসন ফাঁকা ১৪৩৭, দ্বিতীয় মেধাতালিকা ১৫ নভেম্বর

রবিবার (১৩ নভেম্বর) জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। র‍্যালি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়। ক্যাম্পাসের গুরূত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

one pherma

সমাবেশে সভায় ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৩নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us