তেলে দাম কমানো সম্ভব নয়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের দাম বেড়ে গেছে। যে কারণে এই মুহূর্তে তেলের দাম কমানো সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করছি। কৃষকের স্বার্থে সরকার সারের দাম আর বাড়াবে না।

Islami Bank

বেশি দামে সার কিনে ভর্তুকি দিয়ে কম দামে সার বিক্রি করছে সরকার। কৃষক যাতে কষ্ট না পায় সেজন্য সরকার সবসময় চেষ্টা করছে।’জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষকের লাভটা কম হবে। কিন্তু উৎপাদন কম হবে না

আরও পড়ুন…সবচেয়ে বড় নাকের রেকর্ড !

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর কৃষি খামার এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের ধান কাটা পর্যবেক্ষণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

one pherma

তিনি বলেন, ‘দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেজন্য কৃষি পেশাকে লাভজনক করতে হবে। যাতে কৃষক ভালো থাকে। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে। বছরে আমাদের ৭-৮ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়ানো হচ্ছে।’

এখন এই যে তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, আরও ভর্তুকি দিলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন গোটা জাতি একটা হুমকির মুখে পড়ে যাবে। তার চেয়ে বরং এখনই কিছু কষ্ট করে আমরা সাবধান হই, পুরো জাতিকেই একটা ওয়ার্নিং দেওয়া, তেল কম খরচ করেন, বিদ্যুৎ কম খরচ করেন, আমরা একটু সাশ্রয় করি।

এ সময় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগমসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এদিনে সকাল ১০ টার দিকে মথুরা এলাকায় মাঠ পর্যবেক্ষণ শেষে মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা হন।

ইবাংলা/জেএন/১৫ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us