স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রিরতিনিধি রংপুর

রংপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আসামির উপস্থিতিতে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচবারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে শরীফুল নগরীর ধাপ আটিয়াটারি এলাকার অহেদ আলীর ছেলে নিহত সুলতানা পারভীন ওকই এলাকার সুজা মিয়ার মেয়ে এবং আসামি সোহেল রানান স্ত্রী ।

Islami Bank

আরও পড়ুন…সিলেটকে আক্ষেপের গল্প দিয়ে এনসিএলের চ্যাম্পিয়ন রংপুর

মামলার অভিযোগ, ২০১৫ সালে সোহেল রানা ওরফে শরিফুলের সঙ্গে সুলতানা পারভীনের প্রেমের সম্পর্ক থাকায় দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের দু বছর পর স্বামী সোহেল রানা স্ত্রী সুলতানা পারভীনের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে প্রায়শই নির্যাতন করতো।

one pherma

এর জের ধরে ২০১৭ সালের ২৮ জুন রাতে স্ত্রী সুলতানা পারভীনকে ঘুম থেকে ডেকে তুলে শ্বাসরোধে হত্যা করে বাড়ির অদূরে পাট ক্ষেতে ফেলে দেয়। এ ঘটনায় নিহত সুলতানা পারভীনের বাবা সুজা মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরার দাবি জানান বাদীপক্ষের আইনজীবী রফিক হাসনাইন।

ইবাংলা/জেএন/১৬ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us