সেনাবাহিনীর অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি-

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৩ নভেম্বর) রাতে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের সিলেটি পাড়ায় এ অভিযান পরিচালনা করেন আলীকদম জোনের সদস্যরা।

Islami Bank

আরও পড়ুন…বিশ্বকাপে কেন এত বেশি সময় দেওয়া হচ্ছে?

জানা গেছে, হাসান (২৭) নামে এক কারবারি ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হাসান একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

one pherma

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে হাসানকে আটকে অভিযান চলছে।

ইবাংলা/জেএন/২৪ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us