২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে চারটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে সেগুলোর সবই গ্রামের।মোংলায় এবারের এসএসসির ফলাফলে এগিয়ে আছে গ্রামের শিক্ষার্থীরা। পিছিয়ে পড়েছে শহরের নামিদামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তুলনামুলকভাবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভাল ফলাফল করেছে অজ পাড়াগাঁয়ের প্রতিষ্ঠানগুলো।
আরও পড়ুন…বিদেশী নভোচারীদের চীনা মহাকাশ কেন্দ্রে স্বাগত
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, এ বছর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেন। তারমধ্যে পাস করেছেন এক হাজার ৩০ জন, জিপিএ ৫ পেয়েছেন ১৩০জন, এ পেয়েছেন ৩১৪ জন। ফেল করেছেন ১১২ জন। এখানে গড় পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ।
তিনি আরও বলেন, এবার এসএসসিতে শতভাগ পাস করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা ইউনিয়নের গোনা, মৈদাড়া শেলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মিঠাখালী ইউনিয়নের শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়। এরপরের অবস্থানে আছে মিঠাখালী ইউনিয়নের ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়টিতে পাসের হার ৯৭ দশমিক ৭২ ভাগ।
আরও পড়ুন…সিনচিয়াংয়ের গ্রামগুলো পুনরুজ্জীবনের পথে এগিয়ে যাচ্ছে
আর সবচেয়ে পিছিয়ে রয়েছে পৌরসভার চরকানা-সিগনাল টাওয়ার এলাকার মো. ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, যার পাসের হার ৬১ দশমিক ১৫ ভাগ। শহরের নামিদামি স্কুলগুলোর তুলনায় এবার গ্রামের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভাল ফলাফল করেছে। শহরের সেরা কোনো স্কুলই শতভাগ পাসের কৃতিত্ব দেখাতে পারেনি।
ইবাংলা/জেএন/২৯ নভেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.