অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পেয়েছেন বিল ক্লিনটন। জানা গেছে, পাঁচ রাত ধরে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার এই সংক্রমণ বেশ গুরুতর ছিল বলেও জানিয়েছেন তারা। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছানোর ঝুঁকি থাকে।
জানা গেছে, স্ত্রী হিলারি ক্লিনটনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৭৫ বছর বয়সী বিল ক্লিনটন। সেখানে অপেক্ষারত সংবাদকর্মীদের উদ্দেশে হাত নেড়েছেন তিনি।
চিকিৎসকরা বলছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বিল ক্লিনটন তার নিউ ইয়র্কের বাড়িতে ফিরবেন।
ক্লিনটনকে চিকিৎসা দেওয়া ডাক্তার আলপেস আমিন এক বিবৃতিতে বলেছেন, বিল ক্লিনটনের জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে। তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।
সূত্র: বিবিসি।