বরগুনায় বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি করছেন এমন অভিযোগ বিএনপির। অন্যদিকে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া এসব নেতা-কর্মীরা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার আগেই পুলিশ এমন তল্লাশি করছেন বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর।
আরও পড়ুন…হাতিয়ার মেঘনা পাড়ে মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, বরগুনা জেলা শহরের চরকলনির আমার বাসা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু বাসা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা আহবায়ক তালিমুল ইসলাম পলাশের বাসা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা,সদস্য সচিব খন্দকার মুহিদুল ইসলাম মোর্শেদের বাসা-বাড়িসহ সকল উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর পুলিশ অনৈতিক ভাবে তল্লাশি চালিয়েছে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গ্রেফতার আতংকে সবাই এখন ঘর ও গ্রামছাড়া। এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক তালিমুল ইসলাম পলাশ জানান,বুধবার রাত ৭ টায় আমার বাসায় সাদা পোশাকে পুলিশের অভিযান। ব্যাপক তল্লাশি। গত ২/১১/০২২ এর মত এবারের ও চোর পুলিশ খেলা খেললাম। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়া স্বরূপ মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এ গায়েবি মামলার কারণে আমাদের নেতাকর্মীরা আজ বাড়িছাড়া। মামলা দিয়ে বরগুনা বিএনপিকে দুর্বল করা যাবে না বরং আরও শক্তিশালী হবে।
ইবাংলা/জেএন/৮ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.