পুঁজিবাজারের লেনদেন বন্ধ বুধবার ও বিমা

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) দেশের পুঁজিবাজার ও বিমার অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামীকাল দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না।

Islami Bank

 সরকারি ছুটি উপলক্ষে এদিন পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পূর্বনির্ধারিত সময় থেকে সব কার্যক্রম শুরু হবে।

one pherma

একই কথা বলেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও মুখপাত্র এসএম শাকিল আখতার। তিনি বলেন, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। সেই দিনটিকে উত্থাপন করতে বিমা কোম্পানির অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Contact Us