ইবির দুই বিভাগে নতুন সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১১ ডিসম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য জানানো হয়েছে। আগামী তিন বছর তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।

Islami Bank

আরও পড়ুন…লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন

one pherma

বিজ্ঞপ্তি সূত্রে, গত ১০ ডিসম্বর প্রফেসর ড. অশাক কুমার চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী সিনিয়র শিক্ষক প্রফেসর ড. শরিফ মো. আল-রেজাকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। এদিকে আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি। তিনি সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ এয়াকুব আলীর স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে সভাপতিদ্বয় বলন, বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীকে সাথে নিয়ে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

ইবাংলা/জেএন/১১ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us